Home » Press & News » News » Cheeni 2: ‘চিনি’ স্বাদের নতুন চার মিষ্টি, কেমন লাগল মধুমিতা-অপরাজিতার?
ছবির নাম ‘চিনি ২’ (Cheeni 2), তার মনে কি ডাবল মিষ্টি? আসন্ন মুক্তি, তার আগে নতুন মিষ্টি সামনে আনল ‘চিনি’ স্পেশাল মিষ্টি! শহরের একটি ক্যাফেতে এদিন আয়োজন করা হয়েছিল ‘চিনি ২’-র বিশেষ প্রচারের। আর সেখানেই প্রকাশ্যে এল, ‘চিনি মালাই’, ‘অমরাবতী মিষ্টি’, ‘গোলাপি চিনি সুন্দরী’, ‘মিষ্টি চকো হাসি’- এই চার মিষ্টি।
১১ অগাস্ট মুক্তি পাবে ‘চিনি ২’। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), মধুমিতা সরকার (Madhumita Sircar), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee), দেবদূত ঘোষ (Debdut Ghosh) ও অন্যান্যরা।
Source : bengali.abplive.com/news/cheeni-2-team-cheeni-2-enchanted-by-the-cheenir-moto-mishti-event-know-more-about-madhumita-aparajitas-film-997846Investor Relations