আষাঢ় মাসে, গোধুলি লগ্নে ধুমধাম করে বিয়ে চলছে। একে একে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন নিমন্ত্রিতরা। চারিদিকে আলোর রোশনাই। হঠাৎ করেই মণ্ডপে প্রবেশ করলেন পরিচিত দুই মুখ। তাঁরা কি সত্যিই নিমন্ত্রিত ছিলেন? না কী…
খোলসা হল বিয়ের শেষ লগ্নে এসে। বিনা নিমন্ত্রণেই বিয়ের মণ্ডপে এসে যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁরা আর কেউ নন; একজন হলেন মধুমিতা সরকার, অন্যজন বিক্রম চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন জগতের প্রথম সারির দুই তারকা। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন তাঁরা?
আসলে সম্পূর্ণ ঘটনাটাই সাজানো হয়েছিল প্রচারের স্বার্থে। ‘কুলের আচার’ ছবির প্রচার। সৌজন্যে এবিপি ওয়েডিংস।